”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Month: May 2022

মোসাঃ আসমা বেগমের সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশ

মোসাঃ আসমা বেগম প্রশিক্ষণ চলাকালীন সময়ে মনস্থির এর চিত্র।

রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক।

নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা। অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। রাষ্ট্রের নিরাপত্তা, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকা।

মৌলিক অধিকার, রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার, সুনাগরিক হবার গুণাবলি অর্জন, রাষ্ট্রের প্রচলিত আইন, সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব।

রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা, রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সুনাগরিক হিসেবে যথাসময়ে কর প্রদান/ পরিশোধ করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করা অন্যতম দায়িত্ব।

মোসাঃ আসমা বেগম ( লিডার, কোনাবাড়ী ওয়ার্কার্স কমিউনিটি সেন্টার- স্থানীয় বাসিন্দা এবং বাড়িওয়ালা, আমবাগ কমিউনিটি) উপরোক্ত তথ্যগুলি ডিসেম্বর ২৪, ২০২১ইং তারিখে সেন্টারের নাগরিক জ্ঞান বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করে ধারণা লাভ করে ফেব্রুয়ারী ১০, ২০২২ইং তারিখে নিজ বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার জন্য কমিউনিটির কাউন্সিলর অফিসে যান। কাউন্সিলর অফিসের সচিবের সাথে যোগাযোগ করে জানতে পারেন ২০১৭-২০২১ সালের সর্বমোট ৬০০০ টাকা ট্যাক্স বকেয়া রয়েছে।

এরপর মোসাঃ আসমা বেগম কাউন্সিলর অফিসের সচিব এবং কাউন্সিলরের সাথে পরামর্শ করে তার সাধ্যমত ০৩ বছরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে থাকেন।  

মোসাঃ আসমা বেগম কোনাবাড়ী বিসিডব্লিউএস সেন্টারকে জানান এখন থেকে তিনি নিয়মিত ভাবে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন এবং আশেপাশের বাড়িওয়ালাদের এই বিষয়ে উৎসাহিত করবেন। এসবই সম্ভব হয়েছে মোসাঃ আসমা বেগম সেন্টারে আয়োজিত বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ করার কারণে। কোনাবাড়ী বিসিডব্লিউএস সেন্টার কারখানা/ কমিউনিটি পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তথা দেশের উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে কাজ করে থাকে।

নওশাদ রায়হান

বিসিডব্লিউএস- কোনাবাড়ী।

Updated: May 15, 2022 — 2:32 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018