”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: অন্যান্য

ট্রেড ইউনিয়ন আমার অধিকার!

ছবির এই খালাটা দীর্ঘ ১১ বছর আমাদের কারখানাতে কাজ করে আমাদের সাথে কিছুদিন আগেই পড়ে গিয়ে খালাটার পা ভেঙে গেছে কিছুদিন ছুটি কাটিয়ে আজ অফিসে এসেছিলো পরে আমাদের ইউনিয়নের সবাই খালাকে দেখতে যায় মেডিক্যালে আমরা যেতে না যেতেই খালাটা আমাকে আর সেলিম ভাইকে ধরে কান্না করে দেয় আর বলে আমাকে আর সেলিম ভাই কে বলে মা রে বাবা রে তোমরা দেখো আমার চাকরিটা যেন চলে না যায় আমার কোন ছেলে নেই আমাকে দেখবে কে খালার কথা গুলো শুনে সত্যি খুব খারাপ লাগলো সবাই দোয়া করবেন আল্লাহ যেন খালাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তবে এটা বুঝলাম একজন ট্রেড ইউনিয়নের নেতা আর মালিকের পার্থক্য এটাই মালিককে সাধারণ শ্রমিকেরা ভয় পায় আর একজন নেতার থেকে পায় ভালবাসা আর তাই শ্রমিকেরা তাদের কষ্টের কথা গুলো ট্রেড ইউনিয়নের নেতাদের বলতেই ভালবাসে আর তাই গার্মেস্টস কারখানা গুলোতে ট্রেড ইউনিয়ন করার বিকল্প নাই।

Updated: March 21, 2022 — 12:34 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018