”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

নির্দেশনা

ব্লক লেখকদের জন্য নির্দেশনা-
• রাজনৈতিক ও ধর্মীয়ভাব গাম্ভির্যে আঘাত করে এমন বক্তব্য লেখা যাবেনা
• নারী পুরুষ বৈষম্য, ধর্মীয় বৈষম্য ও সামাজিক বৈষম্য তৈরী করে এমন লেখা যাবেনা
• কোন তথ্যের অপ ব্যাখা দেয়া যাবেনা, কোন উদহারন বা তথ্য দিলে তথ্যের উৎসের সূত্র উল্লেখ করতে হবে,
• ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা না 
• কোন প্রকার বিজ্ঞাপন, উস্কানিমূলক তথ্য দেয়া যাবেনা, গুজব ছড়ানো যাবেনা,
• অশ্লীলছবি, অশ্লীললেখা, ভাষা ব্যবহার করা যাবেনা
• বে-আইনী, বর্ণবাদী সাম্প্রদায়িক উস্কানী, হিংসাত্বক ও ব্যক্তিগত আক্রমনমূলক লেখা যাবেনা
• অন্যের লেখা কপি করে নিজের নামে দেয়া যাবেনা
• লেখা ছাপানোর ক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে

4 Comments

Add a Comment
  1. BCWS is the one of friend of garments workers.
    Faruk -KRSS

    1. yes,,,100% Right,,, bcws ours bast friend

  2. BCWS কি আমি জানতাম না! জানতাম না এর কাজ কি? একদিন আমার সমবয়সী ( গারমেরন্টস শ্রেমিক, সেকসন: কোয়ালিটি) ভাই আমাকে বললো আজ BCWS · তোমাকে নিয়ে যাব। আমি যেতে রাজি হলাম। আমার প্রথম BCWS অফিসে যাওয়া সেই দিন। অফিসে গিয়ে আমি অনেক তথ্য পেলাম অফিসের আপার কাছ থেকে।
    ফ্রী কম্পিউটার শিক্ষা, আমাদের গারমেন্টস জীবনের সমষ্যা কথা সেয়ার করতে পারি, এবং কিছু সমষ্যার সমাধান পেয়েও থাকি।
    আমি কম্পিউটার শিখতে ভালোবাসি, তাই আমি অফিস থেকে ছুটির পর কম্পিউটার শিখতে BCWS যেতাম। ধীরে ধীরে আমি লিডার হলাম। আর আমি কম্পিউটার শিক্ষা নিতে লাগলাম।
    এখন আমি কম্পিউটার চালাতে পারি, কম্পিউটারের বিভিন্ন কাজ শিখেছি। সেই সাথে আমার অফিসের কিছু অমানুবিক আচরন হলে তা মোকাবেলা করতে শিখেছি।
    পরিশেষে বলা যায় BCWS থেকে আমি অনেক ঞ্জান লাভ করি, যা আমাকে জীবনের পথে চলতে সাহায্য করবে।
    আমি বিপ্লব, গারমেন্ট শ্রেমিক, সেকশন: কোয়ালিটি ডিপারমেন্ট।

    1. sotti onek valo akta post korc0 tmi biplob……amader akta onoperonar onsho ai bcws…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018