বাংলাদেশের গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। লক্ষ লক্ষ শ্রমিক, বিশেষত নারী শ্রমিকরা, প্রতিদিন এই শিল্পে কাজ করে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখছেন। তবে, এই শিল্পে নারীদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা একটি নীরব সংকট হয়ে দাড়িয়েছে। কর্মক্ষেত্রে বৈষম্য,যৌন হয়রানি, মানসিক নির্যাতন ও শারীরিক সহিংসতা- এই সব কিছুই নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পথে বড় বাধা।
আমি আখি, কাজ করি একটি গার্মেন্টস কারখানায়। তিন বছর ধরে এই পেশায় আছি, কিন্তু প্রতিদিনই লড়াই করতে হয়— ওভারটাইমের চাপ, বেতন বৈষম্য, আর নারীদের প্রতি অসম্মানজনক আচরণ সহ্য করতে হয়। প্রথম প্রথম এসে বুঝিনি, এখানে শুধু হাতের কাজ নয়, মানসিক শক্তির ও পরীক্ষা দিতে হবে। তবে আমি জানি, পরিবর্তন একদিন আসবেই, যদি আমরা একসঙ্গে দাড়াই।
এইতো আজকে দুপুরেই খাওয়ার সময়ের কথা-
রুবিঃ আপু, আজ আবার সুপারভাইজার আমাকে ওভারটাইম করতে বলল। রাজি না হওয়ায় কেমন কটূ কথা বলল! বলল, ‘’তোর চাকরি থাকলে ভালো হয়ে যা!’’
আমিঃ এসব তো প্রতিদিনের ব্যাপার রুবি। আমি তো তিন বছর ধরে দেখছি, আমাদের মেয়েদের সঙ্গে এমনই আচরণ করা হয়। আমরা যদি প্রতিবাদ করি তখনো সমস্যা, না করলেও সমস্যা।
রুবিঃ কাল এক বড় সাহেব আমাদের ফ্লোরে এসেছিলেন। কিছু মেয়েরা তাকে অভিযোগ করতে চেয়েছিল, কিন্তু সুপারভাইজার রা ভয় দেখিয়ে থামিয়ে দিয়েছে।
আমিঃ আর বলো না! গত মাসে রিনা প্রতিবাদ করেছিল, তারপর কি হলো? তার কাজের জায়গা বদলে দিলো, এমন একটা ফ্লোরে পাঠালো যেখানে কাজের চাপ বেশি, কিন্তু মজুরি কম। শেষে সে নিজেই চাকরি ছেড়ে দিলো।
রুবিঃ তাহলে আমরা কি করবো আপু? সব সময় ভয় নিয়েই চলতে হবে?
আমিঃ ভয় পেলেতো ওরা আরো সুযোগ নেবে। আমাদের সবাই মিলে একসাথে দাড়াতে হবে। যদি আমরা একা একা কিছু বলি, কাজ হবে না। কিন্তু একসঙ্গে প্রতিবাদ করলে মালিকপক্ষ ভাববে।
রুবিঃ হুম… তাহলে একটা শ্রমিক ইউনিয়ন থাকা দরকার, তাই না?
আমিঃ একদম ঠিক বলেছো! নারীদের জন্য আলাদা অভিযোগ কেন্দ্র আর নিরাপত্তার ব্যবস্থা থাকলে ভালো হতো। কিন্তু এসব দাবি আদায় করতে হলে আমাদেরও সচেতন হতে হবে।
রুবিঃ ঠিক বলেছো আপু। এখন থেকে আমরা সবাই মিলে নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলব। একা ভয় পেলে কিছুই হবেনা।
আমাদের মতো শ্রমিকরা যদি একত্র না হই, তাহলে কেউ আমাদের কথা শুনবে না। আমি চাই, সব নারী শ্রমিক যেন তাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে পারে, যেন কেউ আর ভয় না পায়। আমাদের লড়াই শুধু নিজের জন্য নয়, পরবর্তি প্রজন্মের জন্যও।

