কৃষি নষ্ট হওয়ার পর গ্রাম থেকে ঢাকায় এসে চাকুরী নেয় সহকর্মী কারখানায়। কয়েকবছর কাজ করে সংসার চালায় ভালোভাবে। এখন নতুন মেশিনে শ্রমিক কম লাগে, তাই লোকজন ছাঁটাই করে দেয়ার পর, হেলপার নিয়োগ বন্ধ ,8/9 মাস বেকার থাকার পর আবার বাড়িতে ফিরে যায়।স্বামী ও কোথাও চাকরি পান নাই। ছেলেদের নিয়োগ ও কম। এ সমস্যা অনেকে সহকর্মীদের।
জলবায়ু পরিবর্তনের কারনে চলাচল অনেক কষ্টকর হয়ে পড়েছে….
কারখানায় যাইতে রাস্তাঘাট পানিতে ডুবে থাকে ,কখনো ড্রেনে পরে যাই,বাচ্চা নিয়ে বান্দুবীর বাসায় রেখে যাওয়া আসা লেইট হয়ে যায়।হাজিরা বোনাস কাটে কখনো চেম্বারে নিয়ে দাড় করিয়ে রাখে।
গ্যাস,বিদ্যুৎ না থাকার যন্ত্রনা সিরিয়ালের ভোগান্তি….
এই গরমে বিদ্যুৎ থাকে না,থাকে না পানি,গ্যাসের চাপ কম সিরিয়ালে রান্না করতে ,বাজার থেকে সবজি কিনতে হয় রাতের অন্ধকারে তাও সিরিয়ালে।রাস্তায় ,কারখানা থেকে নামতে সিড়িতে ,সব যায়গায় সিরিয়ালে চলতে হয়।

রাতের অন্ধকারে সবজির দোকানে… 








Users Today : 2
Users Yesterday : 106
This Month : 1199
This Year : 29672
Total Users : 66428
Views Today : 2
Total views : 303831
Who's Online : 1