
পদবী অপারেটর
আমাদের কারখানায় সেফটি কমিটি ফাংশনাল না তাই দেখা যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো সঠিক নিয়ম পর্যবেক্ষণ করা হয় না, যেমন সুইচ গুলো ফেটে গেছে ও লুজ হয়ে গেছে, ওই জিনিসগুলো চেক করতেছে না, সুইজ গুলো মাঝে মাঝে গরম হয়ে যায় এটা অনেক বড় একটা রিক্স কখন যেন একটা দুর্ঘটনা ঘটে যাবে এতে আমাদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। সেইফটি ইকুইপমেন্ট দেয় না।
সবচাইতে বেশি ভয় থাকে আয়রন সেকসনে কারণ সেখানে দুর্ঘটনার আশঙ্কা বেশি। আয়রন সেকসন যদি একবার বাস্ট হয়ে যায় তাহলে পুরো কারখানায় আগুন ধরে যাবে, শুধু এটাই নয় আমরা সব কিছুতে আতঙ্কিত থাকি- পিসি কমিটি, সেফটি কমিটি, অভিযোগ কমি্টি, কোন কমিটি এই কাজ করে না শ্রমিকদের পক্ষে। মালিক পক্ষ যেটা বলে সেটাই করে ।তাই আমরা সব সময় একটা ভয় ও আতঙ্কে কাজ করি। আমাদের দিয়ে মাঝে মাঝে জোরপূর্বক ওভারটাইম করায় কিন্ত ওভারটাইমের টাকা কেটে রাখে।
২১/০৪/২৫ ইং তারিখে আমাদেরকে দিয়ে নাইট ডিউটি করানো হয়েছে কিন্তু কোন খাবার খেতে দেয়নি এমনকি কেউ যে কিনে আনতে না পারে সে ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে ম্যানেজমেন্ট,সিকিউরিটিকে বলেছে কোন শ্রমিক যেন বাহিরে যেতে না পারে এজন্য মেইনগেট তালাবদ্ধ করে রেখেছে তাই আমরা না খেয়ে রাত ১২ টা পর্যন্ত কাজ করেছি, তাই আমাদের সব সময় সবকিছুতেই আতঙ্কে থাকতে হয়। শ্রমিকরা কথা বলতে গেলে বের করে দেয় এবং ব্ল্যাকলিস্ট করে দেয়। তাই কেউ এগুলো নিয়ে কথাও বলে না। RSC বা DIFE দ্বারা অডিট হয় কিনা সেটাও আমরা জানি না।
এসকল কিছুই আমাদের রানা প্লাজার কথা মনে করিয়ে দেয়। আমরা এরকম কোন ভয়াবহতা আর দেখতে চাই না। তাই আমাদের দাবি, RSC বা DIFE যেন ঠিকমতো অডিট করে, আমাদের সাথে কথা বলে এবং আমাদের অবস্থা পরিবর্তনে আমাদের সাহায্য করে।