বাজার দর অনুযায়ী মজুরী পাই না।কাজ করতে করতে জীবন শেষ তারপরও কাজ হয় না।পডাকশন দিতে দিতে মারা গেলে ও পডাকশন নামক যন্ত্রনা থেকে রেহাই পাই না। আমাদের জীবন বাচান।পডাকশন টারগেট নামক যন্ত্রনা মানসিক সহিংসতা থেকে সকল ধরনের শ্রমিককে রক্ষা করুন।
দুমুঠো ডাল ভাত খেয়ে বেচে থাকার নামই শ্রমিকের.জীবন.
গ্রাম থেকে ছোট বেলা এসেছিলাম বাড়ি ঘর পাগলা নদীতে বাসিয়ে নিয়ে গেছে এজন্য ,কারখানায় কাজ করে দূ বেলা ডাল ভাত খেয়ে জীবন চলতেছিল কোন রকম ,কিছু মজুরী বৃদ্ধি হলেও বাসা বাড়াসহ সব কিছুর মূল্য বৃদ্ধি হয় আকাশ ছোয়া আর কাজের পডাকশন হয় যা অসম্ভব ।এখন মজুরী বৃদ্ধি তো দুরের কথা দ্রব্যমূল্যর দাম ধরা ছোয়ার বাহিরে ,তাহলে ভালো ছিল ,অামাদের সবাইকে নদীতে বাসিয়ে নিয়ে যেত নদি ভাংঙ্গার সময়।
বোনাস পেলে ঈদে মা-বাবার জন্য কাপড় কিনব……
বাজারে জিনিস পত্রের দাম যে ভাবে বাড়ছে, বেতনের টাকা দিয়ে সংসারের বাজার খরচ ই চালাতে পারি না।আবার ঈদের কেনাকাটা কিভাবে করব। তাই বোনাসের জন্য অপেক্ষা করে আছি ।