”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

বাচ্চাদের ভবিষ্যৎ….

আমি নিজে একজন গার্মেন্টস শ্রমিক, আমার বাচ্চাদের দেখার জন্য আমার মা আছে , মায়ের সংসারের সব ফালাইয়া রেখে আমার সংসার সামলায় বাচ্চা সামলায়, আমার সহকর্মীদের অনেকের বাচ্চা দেখার কেউ নাই, রাস্তায় তাদের বসবাস, এ বয়সে স্কুলে থাকার কথা কিন্তু পড়ালেখার খরচ বহন করতে পারে না। গতকাল আমাদের সাথে দেখা অনেকের বাচ্চাদের সাথে জানতে চাই ,তোমাদের কার কার মা গার্মেন্টস এ কাজ করে সবাই হাত তুলে, আমার মা , আমার মা, জানতে চাই স্কুলে যাও না, ওরা বলে মা ,বাবা দেয় না। অনেকের বাচ্চা একটু বড় হলে দিয়ে দেন কোন দোকানে ,কোন ওয়ার্কশপসহ নানা যায়গায় ,আবার অনেকে বাবা থাকতেও খোজ নেয় না, মা চাকরী করে বাচ্চাদের দেখাশোনা করতে পারে না, এজন্য এতিমখানায় বা লিল্লাহবোর্ডিং মাদ্রাসায় দিয়ে দেন । বর্তমান বাজারদর অনুযায়ী আমার বাচতে পাবরো তো ?

Updated: November 11, 2022 — 5:15 pm

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018