”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

এই নিষ্ঠুরতার শেষ কোথায়?

অতিরিক্ত প্রডাকশনের চাপে গার্মেস্টসে কাজ করা দিন দিন আরো বেশি কষ্টকর হয়ে যাচ্ছে । মহামারীর মধ্যে কিছু মালিকেরা ফ্যাক্টারিতে কাজ নেই কাজ নেই অর্ডার নেই অর্ডার নেই বলে শত শত শ্রমিক ছাঁটাই করেছিলো বাধ্য করেছিলো চাকরি ছেড়ে যেতে ।

কিন্তু এখন তো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অনেক কাজের অর্ডারও এসেছে, কিন্তু মালিকেরা ছাঁটাইকৃত শ্রমিদের কথা ভুলে গিয়ে, বর্তমান কারখানার ভিতরে থাকা শ্রমিকদের দিয়ে অতিরিক্ত প্রডাকশন করিয়ে আমাদের জীবনকে আরো অতিষ্ট করে দিচ্ছে ।

আগে যদি কাজ করেছি একটা লাইনে ৮০ জন এখন করি ৬৫ জন ।

আগে যদি ডিউটি করেছি সকাল ৮ থেকে রাত ৮ টা, এখন করি সকাল ৮ থেকে রাত ১ টা।

এতটা পরিশ্রম করে এতটা শ্রম দিয়ে বাঁচার মতো মজুরী না পেয়ে এমন খেয়ে না খেয়ে কি করে বাঁচবে আমাদের মতো শ্রমিকদের জিবন

মালিকদের এই নিষ্ঠুরতা আর মেনে নেওয়া যাচ্ছে না ।

Updated: October 8, 2021 — 6:00 pm

The Author

2 Comments

Add a Comment
  1. কাশফিয়া

    এই বাস্তবতা এখন সব শ্রমিকেরই। মালিকদের সহনশীল হতে হবে, শ্রমিকদের ভালো থাকার দিকে নজর দিতে হবে

  2. মালিক সহ সংশ্লিষ্ট সকলকে জানাতে হবে পরিস্থিতি।
    সবাই মিলে শ্রমিক বাঁচাতে হবে তবেই এই শিল্প বাঁচবে।

Leave a Reply to Lutfun nahar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018