”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

একজন গার্মেস্টস শ্রমিক হয়ে এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন ?

আমরা বাংলাদেশী গার্মেস্টস শ্রমিক

আর বাংলাদেশের উন্নয়নের সবথেকে বেশি অবদান আমাদের

আর সবথেকে বেশি অবদান আমাদের বলেই হয়তো

আমাদের দেশে

চাল ৮০ টাকা কেজি

ডাল ১২০ বা ১৫০ টাকা কেজি

তেল দুইশো টাকা কেজি

পেয়াজ ২৫০ টাকা থেকে ৩০০টাকা কেজি হয়

ডাক্তারের ভিজিট ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা

বাড়ি ভাড়া ৩০০০ টাকা শুরু করে ৮ নয় হাজার

আর বাকি গুলো না হয় নাই বললাম

এতে বুঝতেই পারছেন বাংলাদেশের সবকিছুরই খুব দাম

তবে হ্যাঁ বাংলাদেশে একটা জিনিসই শুধু সস্তা

আর সেইটা হলো গার্মেস্টস শ্রমিকদের শ্রম

আর সেই জন্যই একজন গার্মেস্টস শ্রমিকের একদিনের হাজিরা ২৬৬ টাকা

এখন বলেন আমরা ২৬৬ টাকা হাজিরার শ্রমিক হয়ে

এতো দামি দামি জিনিস কিনে খাবো কি করে

এতো দামি চিকিৎসা করবো কি করে

একজন গার্মেস্টস শ্রমিক হয়ে এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন

আমরা গার্মেস্টস শ্রমিকরা জানতে চাই

চাল ডাল তেলের দাম যদি ৬০ থেকে ২০০ টাকা হতে পারে তাহলে আমাদের গার্মেস্টস শ্রমিক দের বেতন কেন নুন্যতম ২২ হাজার টাকা হবে না

Updated: March 25, 2022 — 2:59 pm

The Author

1 Comment

Add a Comment
  1. Narayanganj Voice

    right speech….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018