”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

খাওয়ার সময় নেই…..

সময় কম বলে, কলমীশাক দিয়া কোন রকম ভাত খেয়ে বান্ধুবী কে ডাকতে গেলাম, অফিসে চল , লেইট হবে দেখে আলু ভর্তা প্লেটে রেখেই খাওয়া শেষ করলো , আমি বললাম খেয়ে নে ,আর কি রান্না করছিস, সে বললো আজ এক সপ্তাহ হলো বাজারে যাই না। বাজার করবো কি দিয়ে, সবকিছুর যেই দাম ২০ তারিখেই টাকা শেষ হয়ে যাই, টাকাই তো সমস্যা … যে বেতন পাই ,বাচ্চার জন্য কি পাঠাবো , আর আমি কি খাবো । স্বামীতো খবরই নেয় না । এজন্য বলি খাওযার সময়ও নাই বাজার করার টাকাও নাই । বাজার নাই বলে লাভ কি ,কাকে বলবো মনের দুঃখ সবারই তো একি অবস্থা। এখন কোন রকম পেট এ ভাত জুটলেই হলো। আমারো একি অবস্থা…

Updated: October 31, 2022 — 1:17 pm

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018