”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

গার্মে ন্টস শ্রমিক না হয়ে যদি ডাক্তার হতে পারতাম …

কারখানায় কত নারী শ্রমিক কাজ করে ,তাদের তো কত ধরনের সমস্যা হয়,পিরিয়ড হয় ,অনেক সময় অসুস্ত হয় পরে ,তখন কারখানার প্রাথমিক চিকিৎসা বা ছুটি কিছুই পায় না। সুপার ভাইজার দের তো মা, বোন,স্ত্রী আছে তারা যদি এটা অনুভব করে তাহলে নারীদের কস্ট বুজতে পারতো । আমার মনে হয় আমি যদি ম্যানেজম্যান বা ডাক্তার হতাম নারীদের ফ্রি চিকিৎসা করতাম,সুযোগ দিতাম ,তাহলে আমার উৎপাদন আরও বৃদ্ধি পেত।নারী আমার মা ।

Updated: December 1, 2021 — 4:39 pm

The Author

3 Comments

Add a Comment
  1. আমাদের কারখানায় কোন মেয়ে নাই তবে পার্শ্ববর্তী লোকজনের মুখে যখন মেয়েদের কষ্টের কথা শুনে খুব খারাপ লাগে।

  2. আমি নারীদের কস্ট বুজি।আমার সহধর্মীর সাথে সংসারের কাজে সহযোগিতা করি।

  3. আসলেই খুব আফসোস লাগে কিছু কিছু মানুষের বিবেক বলে কিছু থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018