”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

পারিবারিক সহিংসতা দূরীকরণ

ছদ্ম নাম ময়না। গত 4 বছর ধরে আশুলিয়ার একটি পোষাক কারখানায় কাজ করিতেছি। গত 03 বছর আগে ভালোবেসে বিয়ে করি ঐ একই কারখানার আশিককে। শুরুতে আমাদের সম্পর্ক খুব ভালোই চলছিলো। কিন্তু সময়ের সাথে সাথে আমার স্বামী আমার সাথে অকারনেই ঝগড়া বিবাদে লিপ্ত হতো, আমার উপার্জনের সব টাকা মাস শেষে নিয়ে যেতো। আমার হাত খরচের জন্যও কোন টাকা দিতো না। এসব বিষয়ে কথা বলতে গেলে আমার গায়ে হাত তুলতো এবং আমার শশুর বাড়ীর লোকজন বিভিন্নভাবে আমাকে হয়রানী করতো। আমার বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে দিতো না।

হঠাৎ একদিন আমার স্বামী আমাকে মারধর করে বাসা থেকে বের হয়ে যায়। আর ফিরে আসে না। 2 মাস অতিবাহিত হওয়ার পর একদিন আমাকে ফোন দিয়ে বলে সে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে। আমি যেন তাকে ভুলে যাই। এর পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি।

ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে পড়ি। ঠিকাভাবে কারখানায় কাজ করতে পারি না। আমার মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে। তাই আমি চাই আমার মত অন্য কেউ যাতে পারিবারিক সহিংসতার শিকার না হয়।

Updated: August 23, 2021 — 2:18 pm

The Author

2 Comments

Add a Comment
  1. আকলিমা আক্তার

    এই ধরনের ছেলেদের সঠিক কোন বিচার হয়না বলে আমাদের দেশের নারীরা আজও নির্যাতিত।

  2. stop GBV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018