”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Month: December 2021

যদি রিক্সা কেনার টাকা থাকতো

অনেক কস্ট করে বাবা মা পড়ালেখা করিয়েছেন,গামের্ন্টস কারখানায় কাজ নিয়েছি,কিন্তু কারখানায় কাজের চাপ,অকথ্য গালিগালাচ,বাবা মা তুলে ,চড়থাপ্পর সহ নানা অমানবিক আচরন আর মেনে নেয়া যায় না,আমিও মানুষ ,অনেক চাকরীর চেষ্টা করেছি , পাই নি, যদি আমার কিছু টাকা থাকত একটা রিক্সা কিনে চালাতাম ।

Updated: December 1, 2021 — 4:40 pm

গার্মে ন্টস শ্রমিক না হয়ে যদি ডাক্তার হতে পারতাম …

কারখানায় কত নারী শ্রমিক কাজ করে ,তাদের তো কত ধরনের সমস্যা হয়,পিরিয়ড হয় ,অনেক সময় অসুস্ত হয় পরে ,তখন কারখানার প্রাথমিক চিকিৎসা বা ছুটি কিছুই পায় না। সুপার ভাইজার দের তো মা, বোন,স্ত্রী আছে তারা যদি এটা অনুভব করে তাহলে নারীদের কস্ট বুজতে পারতো । আমার মনে হয় আমি যদি ম্যানেজম্যান বা ডাক্তার হতাম নারীদের ফ্রি চিকিৎসা করতাম,সুযোগ দিতাম ,তাহলে আমার উৎপাদন আরও বৃদ্ধি পেত।নারী আমার মা ।

Updated: December 1, 2021 — 4:39 pm

মনে হয় আমার হায়াত শেষ…

ছোট বেলা থেকে কর্ম করতে শিখেছি , টানাটানির সংসারে পড়ালেখা ও তেমন করতে পারি নাই,গামের্ন্টস এ অনেক বছর চাকরি করলাম ,বর্তমানে কারখানায় কাজের পডাকশন এত বেশি ,আমি খেতে পারি এক প্লেট সেখানে তিন প্লেট খাব কিভাবে ,কাজের ক্ষেত্রটা তেমন, প্রসাব করি না, পানি খাই না,কাজের পডাকশন কম হওয়ার ভয়ে ,খারাপ গালি মারধর না খাই এই ভয়ে ,মনে হয় এত পরিশ্রম করে হায়াত শেষ।

Updated: December 1, 2021 — 4:39 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018