”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Day: September 4, 2022

বাচ্চাটি পেয়ে চিন্তিত ছিলাম…

ছোট্ট অবুঝ বাচ্চাটি একটি খেলনা গাড়ি হাতে নিয়ে হাটতে হাটতে পথ হারিয়ে অনেক দুর চলে আসলো । নাম কি,বাসা কোথায় ,মায়ের নাম ,বাবার যা কিছু জানতে চাই কিছুই বলে না।জানতে চাই ক্ষিদে পেয়েছে তখন মাথা নাড়ে বুজালো হ্যা।অনেক ক্ষুদার্থ ছিলো যতটুকু খাবার নিয়েছি ,নিজ হাতে খাওয়াইয়া দেই,হাতে একটা আপেল দেই,খাওয়া শেষ করে সে খেলা করতেছিলো। এক আপার সহযোগিতায় মসজিদের মাইকে বাচ্চা হারানো তথ্যটি পৌছানো চেস্টা করি।কোন খোজ পেলাম না।অবশেষে কোন রাস্থা থেকে আসতে পারে নিজে ধারনা নিয়ে হাটতে থাকি প্রায় আধা কিলো দুরত্বে গিয়ে সন্ধান পাই তার বাবার দেখেই কোলে জাপ দিয়ে পরে।জানতে চাই ওর মা কই সে বললো কারখানায় কাজে গেছে,সর্বশেষ চিন্তামুক্ত হলাম এবং শান্তি পেলাম একটু ভালো কাজ করতে তো পারলাম।

Updated: September 4, 2022 — 12:24 am

বিস্কুট….

বোন আমার অনেকদিন পর বেড়াতে আসছে……কিছুতো খাওয়াইতে পারলাম না একটু বিস্কুট খেয়ে যাও। গতমাসে এবসেন করছি তাই বেতন কম পাইছি ,বাজার খুব একটা করতে পারি নাই। দোকানে বাকি কইরা খাইতাসি… বাকির খাতায় হিসাব বেশি কইরা লিখা রাখে। কি আর করার !

Updated: October 10, 2022 — 2:53 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018