”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Day: October 13, 2022

আজকে দুপুরে

আজকে দুপুরে আলু ভর্তা আর শুটকি ভর্তা দিইয়া ভাত খাইছি ‍, শুধু আজকেই না অনেক দিন ধইরাই এমন খাওয়া চলতাছে , বাজারে সব কিছুর দাম এমন বাড়সে মাছ আর কিনতে পারি না, ফ্যক্টরির খাটুনী খাইটা শরীর আর চলে না। ছোট ছেলেরে গ্রামে পাঠাইয়া মাদ্রসায় ভর্তি করছি, ওখানে খরচ কম। বর্তমান বাজারে এই বেতনে এক রুম ভাড়া নিয়া খাওয়া দাওয়া করতে গেলে খালি মানুষের থেকে ধার নেয় লাগে। এর জন্যে ছোট পোলারে গ্রামে পাঠাইয়া তিনজন মিলা একরুমে থাকি।

Updated: October 13, 2022 — 3:23 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018