”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

অগ্নিকান্ড সম্পর্কে সতর্কতা অবলম্বনঃ​

অগ্নিকান্ড সম্পর্কে সতর্কতা অবলম্বনঃ

প্রতিটি কারখানায় অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। কারখানার কোন কক্ষ বা বহির্গমনের পথ তালাবন্ধ বা আটকে রাখা যাবে না। সকল দরজা এমনভাবে তৈরী করতে হবে যেন তা বাইরের দিকে খোলা যায়। কোন দরজা কাজ চলাকালীন সময়ে তালাবন্ধ বা বাধাগ্রস্ত অবস্থায় রাখা যাবে না। বহির্গমনের পথে ষ্পষ্টভাবে লাল রং দ্বারা বাংলা অক্ষরে অথবা সহজবোধ্য প্রকারে চিহ্নিত করতে হবে। অগ্নিকান্ডের সময় প্রত্যেক তলার সাথে সংযোগ রক্ষাকারী বিকল্প সিঁড়িসহ বহির্গমনের পথ থাকতে হবে। অগ্নিকান্ডের বা বিপদের সময় হুশিয়ার করার জন্য হুশিয়ারী সংকেতের ব্যবস্থা থাকতে হবে। ৫০ বা ততোধিক শ্রমিক কর্মচারী সম্বলিত কারখানায় প্রতি বৎসর অন্তত একবার অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করতে হবে।

Updated: November 11, 2018 — 4:22 pm

2 Comments

Add a Comment
  1. খুবই ভালো লাগলো পোস্ট টা পড়ে,,,এ জন্য প্রতিটা ফ্যাক্টরিতে সেইফটি কমিটি গঠন করা খুবই আবশ্যক,,,,

  2. Six miles produces a lot of sweating and loss of those electrolytes and fluids. Arleta Allayne Gert

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018