”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

আমি সালমা ৫ বছর আগে…….

আমি সালমা ৫ বছর আগে  ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নিই। কাজ করার সময় জানতে পারি বিসিডব্লিউএস এর কথা ।   আমি বিসিডব্লিউএস থেকে বিভিন্ন বিষয়ে একাধিক প্রশিক্ষন পেয়েছি।বিসিডব্লিউএস শুধুমাত্র শ্রমিকদের অধিকার সর্ম্পকে শিখাই না মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভুতি,অসহায়কে সাহায্য করা এবং নির্যাতিত,নিপীড়িত মানুষকে কিভাবে ভালোবাসা দিতে হয় সেই শিক্ষা ও পেয়েছি, আমি বিসিডব্লিউএস এসে বিনামূল্যে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষন নিয়েছি।জেনেছি ফেইসবুকও অন্য অপশন ব্যবহারের নিয়মকানুন।আমাদের লেখা ছাপানোর জন্য একটি জায়গা হবে আমরা আমাদের মনের কথা লিখবো তখন সবাই পড়বে দেখবে মন্তব্য করবে আমাদেরকে আর ছোট্র গন্ডির মধ্যে কেউ রাখতে পারবে না। আমার জন্য কম্পিউটার শিখাটা দরকার ছিল আমি অংশগ্রহনকারীর কমিটির সদস্য হওয়ার কারণে বিভিন্ন সময়ে শ্রমিকদের বিভিন্ন ছুটির দরখাস্ত লিখে দিতে হয় যেটা কম্পিউটারে করা যায়। এই সুযোগটা না পেলে আমার পক্ষে টাকা খরচ করে শিখা কষ্টসাধ্য ছিল।বিসিডব্লিউএস যেন সবসময় আমাদেরকে সাথে থাকে ।

……………… সালমা, আশুলিয়া

2 Comments

Add a Comment
  1. সুন্দর লিখেছেন সালামা আপা।

  2. এই ব্লগে সকল আগমন করার জন্য স্বাগতম জানাচ্ছি, এখানে না আসলে কেউ বুঝতেই পারবেন না আশলে BCWS কি?
    I SALUTE BCWS,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018