”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: অন্যান্য

অকথ্য গালি-গালাজ শুনি, কিন্তু অধিকার আছে শ্রমিক ইউনিয়ন করার….

প্রতি দিনিই কাজ করি প্রডাকশনও দেই,কিন্তু যদি শরীরে একটু ক্লান্তি আসে আর কাজে একটু ভুল হয় তাহলে শুনতে হয় সুপার-ভাইজারের খারাপ ভাষায় বলা অনেক গালি-গালাচ। আইনে বলা অছে ট্রেড ইউনিয়ন গঠন করা কিন্তু বিভিন্নভাবে মিথ্যা হামলা মামলা সহ কত কি কেনও আমরাও তো মানুষ আমাদেরও সম্মান আছে।

Updated: March 14, 2023 — 2:14 pm

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি……..

আমাদের দেশে প্রতিদিনিই বেড়ে চলেছে সকল প্রকার দ্রব্যের মূল্য । যার কারনে আমাদের মতো শ্রমিকদের জীবন-যাপন করা খুবই মুশকিল হয়ে পড়েছে। যদি এই দ্রব্যের উর্ধ্বগতি কমানো হয় তাহলে আমরা সুস্থ ভাবে জীবন-যাপন করতে পারব। চাকরিচ্যুত হওয়ার পর বিসিডাব্লিউএস অফিসের সহযোগিতায় টাকা পেয়েছি মনটা খুশি কিন্তু ঋনের বোঝা মাথায় সবাইকে দিতে দিতে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতিই পারি না। নদীতে ভেঙ্গে নিয়ে গেছে বসত বাড়িটা ঠিকানাটা নেই।

Updated: March 14, 2023 — 1:48 pm

কারথানা মোদের কমপ্লায়েন্স ,প্রডাকশন বেশি দিয়েও পাচ্ছিনা ভালাে বেতন……

প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা 7:00 পর্যন্ত আবার কোনো দিন ওভার টাইম ও হচ্ছে রাত 12:00 পর্যন্ত একধারে কাজ করে চলেছি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মাস শেষে বেতন ঠিক আগের মতোই,বাড়ছে না বেতন কিন্তু বেড়ে যাচ্ছে সকল ধরনের পন্যের দাম।আবার কারখানায় নির্বাচন হয় আম মার্কা পাইছি শ্রমিককের সমস্যা শোনার সময় নাই বলা তো দুরের কথা।

Updated: March 14, 2023 — 1:48 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018