”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: অন্যান্য

নারীদের প্রতি অশ্লীল আচরণ…..

আমরা নারী তাই বলে সবাই আমাদের প্রতি অন্যায় করে আবিচার করে ।কোনো জায়গায় সমান ভাবে আমাদের সম্মান দেওয়া হয় না বরং আমাদের খারাপ চোখে দেখা হয়। এমন কী অশ্লীল আচরণ করা হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় খারাপ নজরে তাকানো,টিচ করা ,খারাপ ছবি তোলা ।আবার এই ছবি গুলো দিয়ে ব্লেকমেল করা ইত্যাদি।এই সব থেকে আমরা মুক্তি চাই।

Updated: March 14, 2023 — 1:44 pm

নারীদের প্রতি যৌন সহিংসতা……

আমরা যারা নারী শ্রমিক বিশেষ করে আমাদের কর্মস্থলে বিভিন্ন উর্ধ্বতন কর্মকতা বিভিন্ন কারনে আমাদের প্রতি খারাপ আচরণ – যেমন: শরীরের বিভিন্ন অঙ্গের দিকে তাকিয়ে থাকা এবং উক্তি করা ,যৌন্য সংক্রান্ত গান শুনানো,যৌন্য ইঙ্গিত পূর্ণ কথা বলা।এসব আর ভালো লাগে না। এসব থেকে রক্ষা চাই।

Updated: March 14, 2023 — 1:44 pm

শ্রমিকদের মূল্যবোধ…….

আমরা সবাই শ্রমিক আমরা প্রতিদিন কাজ করি আর এই কাজের বিনিময় যেই অর্থ আমরা পাই তাই দিয়েই আমরা আমাদের জীবন পরিচালনা করি। আমরা গারমেন্টস এ কাজ করি বলে কী আমাদের সম্মান নেই,মূল্যবোধ নেই ?কেন আমরাও তো পরিশ্রম করে কাজ করি আর আমার জানা মতে পৃথিবীতে কােনো কাজই ছোট নয়। তাই সকল মানুষের উচিত সব কাজ কে সঠিক সম্মান ও মর্যাদা দেওয়া।

Updated: March 14, 2023 — 1:44 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018