”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

”আমাদের কথা”

আমাদের কথা একটি শ্রমিক বান্ধব ব্লগ। শ্রমিকরা রাষ্ট, সমাজ,পরিবার, কর্মস্থলের অভিজ্ঞতা, তাদের প্রতিদিনের ভাল লাগা, অনুভুতি, দৈনন্দীন জীবনযাপন, সুখ-দুঃখ এবং তাদের জানা-না জানা কথা এই ব্লগে তুলে ধরতে পারবেন। আমাদের সংস্থা BCWS এই ব্লগের নীতিমালা মেনে ব্লগ লেখার জন্য শ্রমিক বোন ও ভাইদের আহবান করছে।

13 Comments

Add a Comment
  1. ব্লকের কথা গুলো পড়ে আমার মনে হচ্ছে BCWS আমাদের সকল গার্মেন্টর্স শ্রমিকের আত্বার সাথে জড়িয়ে আছে।
    সিমা CIPL.

  2. আমার মনে হচ্ছে এই ব্লগে প্রকাশিত সকল প্রকার পোস্টে অনেক গুরুত্বপূর্ন গার্মেন্টস শ্রমিকদের জন্য । তাই আসুন আমরা সবাই মিলে ব্লগে লেখালেখির ম্যাধমে আমাদের ভাষা প্রকাশিত করি।

  3. BCWS is the one of friend of garments workers.

  4. খুবই ভালো লাগলো । সবসময় চেষ্টা করবো নিজের সুচিন্তিত মতামত গুলো জানাতে ।

  5. bcws হল একজন perfect লিডার গড়ার কারিগর,,,

  6. Thanks BCWS for giving workers Blog . I am blogger of Our Voice .
    Duli Begum
    CIPL

  7. BCWS হচ্ছে বর্তমান প্রগতিশীল বাংলাদেশের বহমান অন্যতম ধারা,,,তাই আমরা চাই এই ধারাকে আরোও প্রভাবিত করতে,,,

  8. শুধু গার্মেন্টস sector এ নয় প্রতিটা কর্মসংস্থান এ একজন প্রতিভাবান leader এর প্রয়োজন,,আর এই leader হতে হলে অবশ্যই তাকে অনেককিছু শিখতে হবে,জানতে হবে,,কারন আমি মনে করি “শেখার শুরু আছে কিন্তুু শেষ নাই”তাই আমি BCWS এর সাথে জরিত হয়েছি,,সুতরাং আমি bcws এর কাছ থেকে বেশকিছু ট্রেনিং পেয়েছি যা আমার শ্রমিক ভাই বোনদেরকেও শেখানোর চেষ্টা করি যেনো তারাও আমার মতও bcws কে চিনে জানে এবং জানার চেষ্টাও করে,,,

  9. BCWS এর কাছ থেকে আমি শিখেছি কিভাবে সঠিক আইন এবং সত্য পথ অবলম্বন করে আমার মত শ্রমিক ভাই বোনদের প্রাপ্য অধিকার আদায় করতে হয়,,,,তাই আমি চাই bcws আমাদের আরও এমনকিছু দিক নির্দেশন দিবে যেন প্রতিটা শ্রমিক নিজেই একজন leader এ পরিনত হবে,,,তাহলে শ্রমজিবনে আর কোন অবহেলা,নির্যাতনের শিকার হতে হবে না,,,,

  10. আমাদের কথা প্রকাশ করার জন্য এই ব্লগ তৈরি করেছে,,,তার জন্য আমি এবং আমার শ্রমিক ভাইবোনদের সম্মতিক্রমে BCWS কে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা,,,, Salma Khanom

  11. “”নারী নেতৃত্ব ছাড়া প্রতিটা কর্মসংস্থান এ উন্নয়ন খুবই কষ্টসাধ্য,,তাই আমার মতে সকলেরই উচিৎ BCWS এর কাছ থেকে সকল প্রকার ট্রেনিং নিয়ে প্রতি সেকশনে নারী নেতৃত্ব গড়ে তোলা,,,

  12. অন্যায় নিজে করবো না,,,নিজের জানামতে কাউকে করতেও দিবো না,,,,

  13. আমরা ১৫ জনের একটা টিম ফ্রি কম্পিউটার শিখছি,,এবং আমি চাই এভাবে টিম গঠন করে আমাদের প্রতিটা শ্রমিক ভাইবোন কম্পিউটার ব্যাবহার করা শিখবে,,আর এর পুরোটাই অবদান BCWS ar,,,,,thanx bcws

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018