”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

আমিও কম্পিউটার শিখছি,আজকাল ফেইসবুক ও চালাই,

 

আমিও কম্পিউটার শিখছি,আজকাল ফেইসবুক ও চালাই, মাঝে মধ্যে ছবি ও আপলোড করি, লিখতে পারি পোস্ট দেই।জানতাম না কিছুই শিখেছিকম্পিউটার শিখতেএসে। আমার  একটি বড় টাচওলা মোবাইল আছে গান শুনার জন্য কিনছিলাম এখন ফেইসবুক এর মাধ্যমে কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করা যায়, সবাইকে দেখা যায়, কোথাই কি দূর্ঘটনা ঘটলো কম সময়ে দেখা যায় ইন্টারনেট দিয়ে জানতে পারি।কম্পিউটার অফিসের বড় স্যারেরা চালাই,আমিও প্রথম যখন কম্পিউটার ক্লাসে বসে কম্পিউটার প্রশিক্ষন নিছিলাম তখন মনে হত এটাও কখনো সম্ভব হবে কখনো ভাবি নাই,আমি কম্পিউটার চালাবো, কম্পিউটার শিখবো। স্যারদের মত ইদুরের মত নাড়াচড়া করে মাউস ধরবো। যখন তারা আমাকে বলে আপনাদের জন্য ব্লগ তৈরী করা হবে আপনারা লিখবেন তখনতো মাথায় বাজপড়ল, এটা আবার কি যখন বুঝাইয়া দিল তখন আমি কি আনন্দ পাইছি কেমনে বুঝাব, আমার লেখা  সবাই পড়বে। সুযোগ পেলে মানুষ সব পারে আমি পেরেছি ।

রাসেল,  গাজীপুর

4 Comments

Add a Comment
  1. আমি অনেক খুশি হইছি আমার লেখাটা পোষ্ট করার জন্য, ধন্যবাদ বিসিডব্লিউএস কে এইরকম একটা সুযোগ করে দেয়ার জন্য ।

  2. সত্যিই BCWS এর মাধ্যমে আমি শ্রমিক আইন সম্পর্কে এখন অনেক কিছুই জানতে পারছি ।

  3. ধন্যবাদ বিসিডাব্লিওএস…আমি অনেক খুশি হয়েছি আমার লেখাটি পোষ্ট করার জন্য। এই ব্লগ এ আমরা আমাদের মনের কথা, বিভিন্ন সমস্যার কথা লিখতে পারবো।

    রাসেল, গাজীপুর

  4. ami onek lucy…j “BCWS” er moto akta “NGO” er shaty jorito…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018