”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

আমার ও কম্পিউটার আছে-

 

আমি কারখানায় কাজ করি। আমার এক সহকর্মীর কাছ থেকে বিসিডব্লিউএস সর্ম্পকে জানতে পারি। সেখান থেকে বিভিন্ন সময়ে শ্রম আইনের সচেতনতামূলক প্রশিক্ষন পেয়েছি, তাছাড়াও সবচেয়ে বেশি কার্যকরী ছিল সোস্যাল মিডিয়া প্রশিক্ষন এবং ২ মাসব্যাপী  বিনামূল্যে কম্পিউটার এর প্রশিক্ষনের ব্যবস্থা। আমাদের মজুরী কম হওয়ার কারণে টাকা খরচ করে কোথাও গিয়ে কম্পিউটার শেখা আমাদের মত শ্রমিকদের পক্ষে সম্ভব না।প্রশিক্ষণ শেষ করে আমি কম্পিউটার কিনেছি বাসায় প্রাকটিস করি আর সেন্টার এ যাচ্ছি আরও শেখার জন্য। তাছাড়া আমাদের  মনের কথা লিখার জন্য যে ব্লগ তৈরী করা হবে এটা আমাদের কথা সবাই জানতে পারবে এটা জেনে আমার অনেক ভালো লাগছে, আমি লিখব সেটাও আমাকে অনেক আনন্দ দেয় আমি এখন একা নই আমরাও পারব সুযোগ পেলে । আমার একটা অনুরোধ থাকবে বিসিডব্লিউএস যেন সবসময় শ্রমিকদের পাশে থাকে।

…….আলামিন , নারায়ণগন্জ

3 Comments

Add a Comment
  1. আমাদের কথা

    hi

    1. আমাদের কথা

      thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018