”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

করোনাকালীন পরিস্থিতিতে শ্রমিক ছাটাই।

এই করোনার সময়ে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সব কিছু উপেক্ষা করে আমাদের শ্রমিক ভাই বোনেরা নিয়মিত কাজ করে যাচ্ছে। নিজের সুরক্ষা, পরিবারের সুরক্ষার কথা চিন্তা না করে শুধু মাএ পেটের দায়ে তারা কাজ করে যাচ্ছে। এইসময়ে সবকিছুর দাম বেড়ে গিয়ে খরচের পরিমানও খুব বেড়ে গেছে তার মধ্যে কোন কারন ছাড়াই পোশাক খাতে শ্রমিক ভাই বোনদের ছাটাই করা হচ্ছে বিভিন্ন অজুহাতে। আমাদের দেশে উৎপাদন খাতে যাদের অবদান সবচেয়ে বেশি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশ সচল অবস্থায় দাড়িয়ে আছে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা এই অবহেলার অবসান চাই। কথাই কথাই শ্রমিক ছাটাই বন্ধ করার আহবান জানাই।

Updated: August 22, 2021 — 1:09 pm

The Author

2 Comments

Add a Comment
  1. কারখানা মালিকেরা যেন শ্রমিক ছাঁটাইয়ের মহোৎসবে মেতে উঠছেন

    1. আকলিমা আক্তার

      ঠিক বলছেন আপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018