”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

ফ্রি কম্পিউটার প্রশিক্ষন নিয়ে আগামীর পথচলা

আমি মোঃ সাব্বির হোসেন। আশুলিয়া এরিয়ায় একটি কারখানায় 5 বছর যাবত কাজ করিতেছি। ছোট বেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল কম্পিউটার শেখার। কিন্তু পরিবারের আয়ের উৎস না থাকায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করতে হয়েছে। আমি ফ্যাক্টরীতে কাজ করা অবস্থায় কম্পিউটার শেখার জন্য চেষ্টা করি। তখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি BCWS এ শ্রমিকদেরকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। তখন আমি এবং আমার সাথের কিছু শ্রমিক BCWS এর অফিসে যাই এবং সেখানে ভর্তি হই এবং নিয়মিত ক্লাস করে আমি আমার কোর্স সম্পন্ন করি।

আমি BCWS থেকে সফলভাবে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষ করে সার্টিফিকেট অর্জন করি। আমার স্বপ্ন একজন সফল প্রিলান্সার হওয়া। বর্তমানে আমি চাকুরীর পাশাপাশি একটি প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করছি।

আমি BCWS কে ধন্যবাদ দিতে চাই। কারন BCWS ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ না দিলে আমার কখনো কম্পিউটার শেখা হয়ে উঠতোনা। পরিশেষে সকল শ্রমিক ভাই বোনদের বলবো BCWS থেকে কম্পিউটার প্রশিক্ষন নিয়ে তারা যেন নিজেদের জীবন মান উন্নয়ন করে।

Updated: August 22, 2021 — 5:52 pm

The Author

1 Comment

Add a Comment
  1. আকলিমা আক্তার

    আপনাকে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018