”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: শ্রমিকের স্বাস্থ্য বিষয়ক

বিসিডাব্লিউএস চিকিৎসা সেবা বই যখন অর্থ সাশ্রয়ের অবলম্বন

মোসাঃ মিনা বেগম (বয়স-৩২, পেশা-গৃহিনী), স্বামী কমিউনিটির এমএম নীটওয়্যার লিঃ কারখানায় চাকুরী করেন।  মোসাঃ মিনা বেগম বিয়ের পর থেকে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সফল না হয়ে তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসে কোনাবাড়ী পপুলার হসপিটালে গাইনী বিশেষজ্ঞ এর তত্বাবধানে চিকিৎসা নিয়ে জানতে পারেন জরায়ুতে ফেলেপিয়ান টিউব ব্লক হবার কারণে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারছেন না। ডাক্তারের ভাষ্য মতে কমপক্ষে দেড় বছর নিয়মিত ভাবে চিকিৎসা গ্রহণ করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী মোসাঃ মিনা বেগম প্রতি মাসে কোনাবাড়ী পপুলার হসপিটালে কমপক্ষে ২/৩ বার ডাক্তারের শরানাপন্ন হতে হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বাবদ গড়ে ৫,০০০ টাকা করে প্রায় ৪০,০০০ টাকার উপরে ব্যায় করেছেন।

 ফেব্রুয়ারি ০৮, ২০২২ইং তারিখে মোসাঃ মিনা বেগম কোনাবাড়ী বিসিডাব্লিউএস অফিসে মোসাঃ পারুল বেগম এর সাথে এসে জানতে পারেন বিসিডাব্লিউএস অফিসের কার্যাবলী এবং সেই সাথে চিকিৎসা সেবা বইয়ের সুবিধাবলী।

চিকিৎসা সেবা বইয়ের সুবিধাগুলি জানার পর মোসাঃ মিনা বেগম ৫০ টাকা দিয়ে স্বাস্থ্য সেবা বই সংগ্রহ করে থাকেন এবং এর পর থেকে তিনি যতবার কোনাবাড়ী পপুলার হসপিটালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য যাচ্ছেন ততবার চিকিৎসা সেবা বই কর্তৃপক্ষকে দেখিয়ে ২৫% করে ছাড় পাচ্ছেন এবং এভাবে তিনি ৪,২০০ টাকা অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছেন।

চিকিৎসা গ্রহণে অর্থ সাশ্রয় পেয়ে মোসাঃ মিনা বেগম বিসিডিব্লিউএস অফিসের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সাথে তিনি ব্যক্ত করেন এখন থেকে তিনি বিসিডাব্লিউএস অফিসের মতো সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন এবং অফিসের বিভিন্ন প্রশিক্ষণেও অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান- যদি প্রথম থেকে এই স্বাস্থ্য সেবা বইয়ের তথ্য জানতে পারতেন তাহলে তার অনেক অর্থ সাশ্রয় হতো।  

এসব কিছুই সম্ভব হয়েছে বিসিডব্লিউএস এর ব্যতিক্রমধর্মী কার্যাবলীর জন্য। কোনাবাড়ী বিসিডাব্লিউএস সমাজের অসহায় জনগণের উন্নয়নে বিভিন্ন ধরণের সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি জনগণের জীবনযাত্রার সার্বিক উন্নয়নে প্রয়োজন মাফিক কাজ করে থাকে। 

নওশাদ রায়হান

বিসিডাব্লিউএস- কোনাবাড়ী।

Updated: October 10, 2022 — 5:28 pm

নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশের পোশাক শিল্পে ৪০ লাখের বেশী শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে। এর প্রায় ৮০ শতাংশই নারী শ্রমিক। পোশাক শিল্পে মালিকেরা উৎপাদনশীলতার উপর বেশী গুরুত্ব দিয়ে থাকলেও  নারী শ্রমিকের স্বাস্থ্যর উপর গুরুত্ব নেই বললেই চলে। একজন নারী শ্রমিক সপ্তাহের ০৬দিন ০৮ ঘন্টার বেশী সময় ধরে শিল্পে কর্মরত থাকেন।

এই কর্মরত অবস্থায়- কারখানার কাজের চাপের কারণে সঠিক পরিমাণে পানি পান না করা , বেশী পানি পান করলে বারবার বাথরুমে যাবার ভয়, প্রোডাকশন ঠিকমত দিতে না পারলে চাকুরী হারানোর ভয়ে প্রস্রাব আটকে রাখা, কারখানায় নারী সুপারভাইজারের অভাবে পুরুষ সুপারভাইজারকে মেয়েলি সমস্যা সবকিছু বলতে না পারা, পরুষ সুপারভাইজারের গালি শুনার ভয়ে  ঋতুস্রাবের সময় প্যাড ব্যবহার না করা, প্যাডের পরিবর্তে কারখানার ময়লা ঝুট ব্যবহার করা অথবা পুরাতন কাপড় ব্যবহার করা,  সর্বপরি সচেতনতার অভাব ইত্যাদি বিভিন্ন কারণে নারীরা যেসকল সমস্যায় ভুগছেনঃ

  • প্রস্রাবে জ্বালাপোড়া, ইনফেকশন, এলার্জি
  • জরায়ু জনিত সমস্যা
  • কোমড় ব্যাথা
  • তলপেটে ব্যাথা
  • কিডনি জনিত সমস্যা
  • বন্ধ্যাত্ব জনিত সমস্যা
  • জরায়ুর টিউমার
  • জরায়ু ক্যান্সার
  • জরায়ুতে ইনফেকশন

জাহানারা আক্তার (অপারেটর, পিএন কম্পোজিট লিঃ) তিনি দীর্ঘ ০৯ বছর ধরে কারখানায় কাজ করছেন। তিনি বিসিডব্লিউএস কোনাবাড়ী সেন্টারকে জানান- কারখানাতে অত্যাধিক কাজের চাপ। বেশী পরিমাণে পানি পান করলে, বারবার বাথরুমে যেতে হয় ফলে, কাজের ক্ষতি হয়। লাইনের সুপারভাইজার পুরুষ হওয়ায় নিজেদের সমস্যার কথা তাদের কাছে বলতেও পারি না। এরকম আমার মতো প্রত্যেক নারী শ্রমিকই এইসব সমস্যার সম্মুখীন হচ্ছেন।

উপরোক্ত সমস্যাগুলি বিসিডব্লিউএস কোনাবাড়ী সেন্টার বিশ্লেষন করে আরও পেয়েছে সেন্টারে আসা প্রত্যেক নারী শ্রমিকদের এসব সমস্যা রয়েছে শুধু তাই নয়,  এসব সমস্যা শুধু গার্মেন্টস এর নারী শ্রমিকদের জন্য নয় এসব সমস্যা কমিউনিটির অন্যান্য পেশার নারীদেরও।  সেন্টারে আসা নারী শ্রমিকেরা কোনাবাড়ী সেন্টারকে আরও জানিয়েছেন- আমরা নারীরা অধিকাংশ সমস্যার জন্য গাইনী ডাক্তারের কাছে যেতে হয়। একজন গাইনী ডাক্তারের কাছে গেলেই অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এছাড়াও- কোথায় যাবো, কার কাছে যাবো?, কি সমস্যার জন্য কোন ডাক্তারের কাছে যাবো? তা আমরা নিজেরা খুব বেশী জানিনা। ভোক্তভোগীরা  মে ২৫, ২০২১ ইং তারিখে বিসিডব্লিউএস কোনাবাড়ী সেন্টারেকে উপরোক্ত বিষয়ে কাজ করার জন্য অনুরোধ জানানোর প্রেক্ষিতে অক্টোবর ২৪, ২০২১ইং তারিখে বিসিডব্লিউএস হেড অফিস এবং সলিডারিটি সেন্টার বাংলাদেশ এর সাথে আলোচনা এবং পরামর্শক্রমে , অক্টোবর ২৫, ২০২১ ইং তারিখে কোনাবাড়ী ল্যাবএইড হসপিটাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গার্মেন্টস এবং অন্যান্য পেশার নারীদের বর্তমান সমস্যাগুলি তুলে ধরা হয়।

হসপিটাল কর্তৃপক্ষ নারীদের বর্তমান সমস্যাগুলি বিবেচনা নিয়ে এবং কমিউনিটির জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের দ্বায়বদ্ধতা থেকেই অক্টোবর ২৯, ২০২১ ইং তারিখে নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  আয়োজন করার ব্যাপারে মতামত ব্যাক্ত করে থাকেন। 

উক্ত প্রশিক্ষণে আলোচক হিসেবে  ডাঃ ফারহানা সরকার (এমবিবিএস,পিজিটি,ডিএমইউ,গাইনীলোজিষ্ট, গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ এন্ড হাঁসপাতাল) এবং ডাঃ যুবায়ের (এমবিবিএস,সিএমইউ,পিজিটি, কোনাবাড়ী ল্যাবএইড হসপিটাল) উপস্থিত হয়ে নিম্নলিখিত বিষয়ে আলোচনা করেনঃ

সার্ভাইক্যাল ক্যান্সার এর ধারণা প্রতিরোধের উপায়

  • মাসিকের রাস্তায় রক্ত
  • মাসিকের রাস্তায় ব্যাথা
  • মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ
  • জরায়ুতে ঘা হওয়া
  • জরায়ুতে টিউমার
  • জরায়ুতে ক্যান্সার
  • সাদাস্রাব

ইনাফার্টিলিটি (বন্ধাত্ব) জনিত ধারণা প্রতিরোধের উপায়ঃ

  • বাচ্চা না হওয়া
  • অনিয়মিত মাসিক
  • দীর্ঘদিন মাসিক বন্ধ হওয়া  

মাসিক কালীন স্বাস্থ্য এবং স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যাবহারঃ

  • মাসিক কালীন স্বাস্থ্যর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
  • মাসিক কালীন সময়ে খাবারের কার্যতালিকা
  • প্যাড ব্যাবহারের গুরুত্ব
  • প্যাড ব্যাবহারের নিয়ম
  • ঝুট/ অন্যান্য কাপড়ের ক্ষতিকর প্রভাব
  • একই প্যাড দীর্ঘসময় ব্যাবহারের ক্ষতিকর প্রভাব
  • গোপনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা  

ইউরোনারী ট্র্যাক্ট ইনফেকশন এর ধারনা প্রতিরোধের উপায়ঃ

  • প্রস্রাবের জ্বালা পোড়া
  • তলপেট ব্যাথা
  • কোমড় ব্যাথা
  • মাসিকের রাস্তায় চুলকানি
  • দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা জনিত সমস্যা

কিডনি ডিজিস সংক্রান্ত ধারনা প্রতিরোধের উপায়ঃ

  • কিডনিতে পাথর
  • কিডনিতে ঘা, পানি এবং টিউমার
  • পায়ে পানি জমা
  • দীর্ঘ সময় প্রস্রাব জমিয়ে রাখা

ব্যাক পেইন এর ধারনা প্রতিরোধের উপায়ঃ

  • মাজার হাড় ক্ষয় হওয়া
  • হাড় বৃদ্ধি পাওয়া
  • ক্যালসিয়ামের ঘাটতি

পরিশেষে আলোচক, কর্মরত নারী শ্রমিকদের  ঘনঘন গর্ভপাত হবার কারণ? জন্মনিয়ন্ত্রণ ঔষধ নিয়মিত না খেলে কি হয়? ক্লান্তি অবসাদ হলে স্যালাইন খাওয়া ঠিক কি না? প্যারাসিটামল/ নাপা ঔষধ খাওয়া কতটা নিরাপদ? কতদিন পরপর মাসিক হলে এটা স্বাভাবিক? গ্যাস্টিক এর ঔষধ অতিরিক্ত খাওয়া ঠিক কি না? বিয়ে হবার কতবছর পর্যন্ত বন্ধাত্ব এর চিকিৎসা করানো উচিত? এসব সমস্যার প্রেক্ষিতে যথাপযুক্ত পরামর্শ প্রদান করে থাকেন।

আলোচনার শেষ পর্যায়ে ডাঃ ফারহানা সরকার, উপস্থিত যেসকল নারীদের প্রজনন স্বাস্থ্য জনিত সমস্যা রয়েছে তাদের জন্য আলাদা রুমে পর্যবেক্ষন করে  ফ্রী ভিজিটে প্রয়োজনীয় প্রেসক্রিপশন এবং ডাঃ যুবায়ের, উপস্থিত যেসকল নারীদের প্রজনন স্বাস্থ্য সমস্যা ব্যাতিত অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তাদেরকে আলাদা রুমে পর্যবেক্ষন করে ফ্রী ভিজিটে প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদান করে থাকেন। 

ডাঃ ফারহানা সরকার এবং ডাঃ যুবায়ের এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করার জন্য বিসিডব্লিউএস সহ অন্যান্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে অবহেলিত গার্মেন্টস নারী শ্রমিকদের জন্য গর্ভপাত জনিত সমস্যা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আলাদা ভাবে প্রশিক্ষণ আয়োজনের পরামর্শ দিয়ে থাকেন ।

Change text alignment

নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ

নওশাদ রায়হান

বিসিডব্লিউএস-কোনাবাড়ী

Updated: November 3, 2021 — 5:32 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018