”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

আমি সালমা ৫ বছর আগে…….

আমি সালমা ৫ বছর আগে  ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নিই। কাজ করার সময় জানতে পারি বিসিডব্লিউএস এর কথা ।   আমি বিসিডব্লিউএস থেকে বিভিন্ন বিষয়ে একাধিক প্রশিক্ষন পেয়েছি।বিসিডব্লিউএস শুধুমাত্র শ্রমিকদের অধিকার সর্ম্পকে শিখাই না মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভুতি,অসহায়কে সাহায্য করা এবং নির্যাতিত,নিপীড়িত মানুষকে কিভাবে ভালোবাসা দিতে হয় সেই শিক্ষা ও পেয়েছি, আমি বিসিডব্লিউএস এসে বিনামূল্যে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষন নিয়েছি।জেনেছি ফেইসবুকও অন্য অপশন ব্যবহারের নিয়মকানুন।আমাদের লেখা ছাপানোর জন্য একটি জায়গা হবে আমরা আমাদের মনের কথা লিখবো তখন সবাই পড়বে দেখবে মন্তব্য করবে আমাদেরকে আর ছোট্র গন্ডির মধ্যে কেউ রাখতে পারবে না। আমার জন্য কম্পিউটার শিখাটা দরকার ছিল আমি অংশগ্রহনকারীর কমিটির সদস্য হওয়ার কারণে বিভিন্ন সময়ে শ্রমিকদের বিভিন্ন ছুটির দরখাস্ত লিখে দিতে হয় যেটা কম্পিউটারে করা যায়। এই সুযোগটা না পেলে আমার পক্ষে টাকা খরচ করে শিখা কষ্টসাধ্য ছিল।বিসিডব্লিউএস যেন সবসময় আমাদেরকে সাথে থাকে ।

……………… সালমা, আশুলিয়া

আমার ও কম্পিউটার আছে-

 

আমি কারখানায় কাজ করি। আমার এক সহকর্মীর কাছ থেকে বিসিডব্লিউএস সর্ম্পকে জানতে পারি। সেখান থেকে বিভিন্ন সময়ে শ্রম আইনের সচেতনতামূলক প্রশিক্ষন পেয়েছি, তাছাড়াও সবচেয়ে বেশি কার্যকরী ছিল সোস্যাল মিডিয়া প্রশিক্ষন এবং ২ মাসব্যাপী  বিনামূল্যে কম্পিউটার এর প্রশিক্ষনের ব্যবস্থা। আমাদের মজুরী কম হওয়ার কারণে টাকা খরচ করে কোথাও গিয়ে কম্পিউটার শেখা আমাদের মত শ্রমিকদের পক্ষে সম্ভব না।প্রশিক্ষণ শেষ করে আমি কম্পিউটার কিনেছি বাসায় প্রাকটিস করি আর সেন্টার এ যাচ্ছি আরও শেখার জন্য। তাছাড়া আমাদের  মনের কথা লিখার জন্য যে ব্লগ তৈরী করা হবে এটা আমাদের কথা সবাই জানতে পারবে এটা জেনে আমার অনেক ভালো লাগছে, আমি লিখব সেটাও আমাকে অনেক আনন্দ দেয় আমি এখন একা নই আমরাও পারব সুযোগ পেলে । আমার একটা অনুরোধ থাকবে বিসিডব্লিউএস যেন সবসময় শ্রমিকদের পাশে থাকে।

…….আলামিন , নারায়ণগন্জ

আমিও কম্পিউটার শিখছি,আজকাল ফেইসবুক ও চালাই,

 

আমিও কম্পিউটার শিখছি,আজকাল ফেইসবুক ও চালাই, মাঝে মধ্যে ছবি ও আপলোড করি, লিখতে পারি পোস্ট দেই।জানতাম না কিছুই শিখেছিকম্পিউটার শিখতেএসে। আমার  একটি বড় টাচওলা মোবাইল আছে গান শুনার জন্য কিনছিলাম এখন ফেইসবুক এর মাধ্যমে কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করা যায়, সবাইকে দেখা যায়, কোথাই কি দূর্ঘটনা ঘটলো কম সময়ে দেখা যায় ইন্টারনেট দিয়ে জানতে পারি।কম্পিউটার অফিসের বড় স্যারেরা চালাই,আমিও প্রথম যখন কম্পিউটার ক্লাসে বসে কম্পিউটার প্রশিক্ষন নিছিলাম তখন মনে হত এটাও কখনো সম্ভব হবে কখনো ভাবি নাই,আমি কম্পিউটার চালাবো, কম্পিউটার শিখবো। স্যারদের মত ইদুরের মত নাড়াচড়া করে মাউস ধরবো। যখন তারা আমাকে বলে আপনাদের জন্য ব্লগ তৈরী করা হবে আপনারা লিখবেন তখনতো মাথায় বাজপড়ল, এটা আবার কি যখন বুঝাইয়া দিল তখন আমি কি আনন্দ পাইছি কেমনে বুঝাব, আমার লেখা  সবাই পড়বে। সুযোগ পেলে মানুষ সব পারে আমি পেরেছি ।

রাসেল,  গাজীপুর

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018