”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: অন্যান্য

অগ্নিকান্ড সম্পর্কে সতর্কতা অবলম্বনঃ​

অগ্নিকান্ড সম্পর্কে সতর্কতা অবলম্বনঃ

প্রতিটি কারখানায় অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। কারখানার কোন কক্ষ বা বহির্গমনের পথ তালাবন্ধ বা আটকে রাখা যাবে না। সকল দরজা এমনভাবে তৈরী করতে হবে যেন তা বাইরের দিকে খোলা যায়। কোন দরজা কাজ চলাকালীন সময়ে তালাবন্ধ বা বাধাগ্রস্ত অবস্থায় রাখা যাবে না। বহির্গমনের পথে ষ্পষ্টভাবে লাল রং দ্বারা বাংলা অক্ষরে অথবা সহজবোধ্য প্রকারে চিহ্নিত করতে হবে। অগ্নিকান্ডের সময় প্রত্যেক তলার সাথে সংযোগ রক্ষাকারী বিকল্প সিঁড়িসহ বহির্গমনের পথ থাকতে হবে। অগ্নিকান্ডের বা বিপদের সময় হুশিয়ার করার জন্য হুশিয়ারী সংকেতের ব্যবস্থা থাকতে হবে। ৫০ বা ততোধিক শ্রমিক কর্মচারী সম্বলিত কারখানায় প্রতি বৎসর অন্তত একবার অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করতে হবে।

Updated: November 11, 2018 — 4:22 pm

নারী অধিকার ও তার ক্ষমতায়ন

নারী অধিকার মানবাধিকার থেকে ভিন্ন কিছু নয়। মানবাধিকারের সব বিষয়গুলোই নারী অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য। অধিকন্তু নারীদের জন্য আছে আরো কিছু অধিকার যা একান্তভাবে নারীকে তার নিজস্ব মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচতে শেখায়।

আমাদের সংবিধানের ২৭ ধারায় বলা আছে, সব নাগরিক সমান আশ্রয় লাভের অধিকারী। আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে সব নাগরিকেরই সমান সুযোগ ও অধিকার থাকবে। সেখানে রাষ্ট্র নারী পুরুষের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখবে না।

Updated: November 9, 2018 — 3:46 pm

নির্দেশনা

ব্লক লেখকদের জন্য নির্দেশনা-
• রাজনৈতিক ও ধর্মীয়ভাব গাম্ভির্যে আঘাত করে এমন বক্তব্য লেখা যাবেনা
• নারী পুরুষ বৈষম্য, ধর্মীয় বৈষম্য ও সামাজিক বৈষম্য তৈরী করে এমন লেখা যাবেনা
• কোন তথ্যের অপ ব্যাখা দেয়া যাবেনা, কোন উদহারন বা তথ্য দিলে তথ্যের উৎসের সূত্র উল্লেখ করতে হবে,
• ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা না 
• কোন প্রকার বিজ্ঞাপন, উস্কানিমূলক তথ্য দেয়া যাবেনা, গুজব ছড়ানো যাবেনা,
• অশ্লীলছবি, অশ্লীললেখা, ভাষা ব্যবহার করা যাবেনা
• বে-আইনী, বর্ণবাদী সাম্প্রদায়িক উস্কানী, হিংসাত্বক ও ব্যক্তিগত আক্রমনমূলক লেখা যাবেনা
• অন্যের লেখা কপি করে নিজের নামে দেয়া যাবেনা
• লেখা ছাপানোর ক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018