”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: শ্রমিকের লড়াই ও সফলতার গল্প

কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সিমার প্রতিরোধ

সিমা আক্তার একটি সোয়েটার ফ্যাক্টরীতে নতুন যোগদান করে নিডেলম্যান হিসেবে কাজ শুরু করেছিল,কয়েকদিন কাজ করার পরে কারখানার পিএম সাহেব ছুটির পরে সিমাকে থাকতে বলে, সিমা বলে আমার তো কাজ নাই, কিন্তু পিএম বলে কাজ আছে, সিমা ছুটির পরে থাকতে না চাইলে অন্যন্য কাজ এনে সিমাকে দিয়ে করায় প্লাকেট কাটায় , সিমাকে বলে তোমার সাথে আমার গোপন কথা আছে। তখন সিমা বলে আপনি কি বলতে চান , আপনি আমার বাবার সমতুল্য, আপনি কি জানেন  মেয়েদের এসব কথা বলাটা যৌন হয়রানির আওতায় পরে । এরপর পিএম সিমাকে চাকরি থেকে বাদ দিবে বলে হুমকি দেয়, পরে সিমা এ্যাডমিন সেকশনে বিচার দেয়. তখন সিমাকে এ্যাডমিন সেকশন থেকে বলে তুমি কাজ কর আবার তোমাকে কিছু বললে আমাকে জানাবে , এরপরে পি এম আর কিছু বলার সাহস পায় নি, এখন ঠিক ভাবে কাজ করতেছে।

শিরিন আক্তার

মানবাধিকার ও নারী আন্দোলন কর্মী।

Updated: May 20, 2021 — 11:19 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018