”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

নারীদের জন্য সবাই মিলে ভীতিহীন নিরাপদ পৃথিবী গড়ে তুলবো

যৌন হয়রানী নিয়ে অনেকদিন ধরে কাজ চলছে। যৌন হয়রানী রোধে আইন আছে ও উচ্চ আদালতের বিভিন্ন আদেশ আছে তা স্বত্ত্বেও সমাজে যৌন-হয়রানী বন্ধ হচ্ছে না। এ বিষয়ে আমাদের কাজ করে যেতে হবে। কেবল মাত্র কর্মক্ষেত্র নয় যেসব ক্ষেত্রে যৌন হয়রানী হয় সেটাও সামনে আনতে হবে।

 

কর্মক্ষেত্রসহ সব জায়গায় নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের অগ্রযাত্রা কে বজায় রাখার জন্য নিরাপত্তা দিতে হবে। সবাই মিলে যৌন হয়রানীর বিরুদ্ধে কাজ করলে নিশ্চয় নারীদের জন্য ভীতিহীন নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব।

আকলিমা আক্তার পলি

নারী আন্দোলন কর্মী

Updated: June 24, 2021 — 7:23 pm

1 Comment

Add a Comment
  1. আসুন আজ থেকে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি-
    যে নারীর গর্ভে আমাদের জন্ম,
    সেই নারী জাতিকে আমরা কখনো অসম্মান করবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018