”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

আমরা বড় অসহায়

যদিও তখন আমি ছিলাম না।

তবে শুনেছি, 1886 সালে শ্রমিক আন্দোলনের মূল দাবী ছিলো, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রাম। কিন্তু এখন স্বার্থলোভী মালিকেরা কি করছে শ্রমিকদের বিনোদন সময়টা কেড়ে নিয়ে দিনে রাতে 16 ঘন্টা ডিউটি করাচ্ছে। এতে অনেক শ্রমিক অসুস্থ হয়ে কাজও করে যাচ্ছে… আর না করেই বা কি করবো। আমরা শ্রমিকরা যে বড়ো অসহায়।

রাষ্ট্র আর স্বার্থলোভী মালিকেরা হয়তো ভুলে যায় আমরা গার্মেন্টস শ্রমিকরাই হলাম গার্মেন্টস শিল্পের সম্পদ, আর তাই শ্রমিকদের সুস্থতা মানে রাষ্ট্রের সুস্থতা শ্রমিকদের সুস্থতা মানে শিল্পের সুস্থতা আর তাই বলছি শ্রমিকদের অবহেলা নয় গুরুত্ব দিন …..

Updated: October 18, 2021 — 6:18 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018